রাজশাহীর মোহনপুর উপজেলায় আব্দুল আজিজ (৫০) নামে এক ইউপি সদস্য ঋণের দায়ে আত্মহত্যা করেছেন।
রনি আহম্মেদ
রাজশাহীর মোহনপুর উপজেলায় আব্দুল আজিজ (৫০) নামে এক ইউপি সদস্য ঋণের দায়ে আত্মহত্যা করেছেন। উপজেলার জাহানাবাদ ইউনিয়নের হাজরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ মৃত মোশারফ হোসেনের ছেলে। তিনি ইউপি জাতীয় পার্টির নেতা ও জাহানাবাদ ইউপির ৩ নংওয়ার্ডের বর্তমান মেম্বার।বুধবার (১৮ মার্চ) সকাল ৮ টার দিকে পুলিশ এ খবর পেয়ে গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে মোহনপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। জাহানাবাদ ইউনিয়নের আনসার ও ভিডিপির স্বেচ্ছাসেবী প্রশিক্ষক মামুনসহ স্থানীয়রা জানান, সংসারে অভাব অনটন ও ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চালানোর কারনে বিভিন্ন এনজিও দাদন ব্যবসায়ীর কাছে ঋণ নিয়েছিলেন।
কিন্তু সময়মত ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে লোক লজ্জার ভয়ে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এমাজ উদ্দিন খান বলেন, আব্দুল আজিজ রাতে বাড়ি থেকে ৪০০ মিটার দূরে জনৈক আমজাদ হোসেনের পুকুর পাড়ে গভীর নলকুপের পাশে একটি সিন্দুরী গাছে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তার ভাতিজা মহেদ হাসান জানান, সংসারে চাহিদা মেটাতে তার চাচা বিভিন্ন এনজিও ও দাদন ব্যবসায়ীর কাছে সুদে ঋণ নিয়েছিলেন। টাকার জন্য এনজিও কর্মী ও দাদন ব্যবসায়ী তাদের বাড়িতে আসেন। তার চাচ ঋণের টাকা পরিশোধ করতে পারেননি। তাই কাউকে না জানিয়ে তার এ পথ বেছে নেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, তার পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ওই ইউপি সদস্য আত্মহত্যা করেছেন। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।